শেরপুরের শ্রীবরদীতে মাটি চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া নামাপাড়া এলাকায় একটি ব্রীজের কাজ করতে গিয়ে মাটি ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক উজ্জল মিয়া মিয়া (২৫) শ্রীবরদী কলাকান্দা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। ২২ এপ্রিল বুধবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শ্রীবরদী কুড়িকাহনিয়া ইউনিয়নের নামাপাড়া-গড়খোলা গ্রামীণ রাস্তার খালপাড় এলাকায় এলজিইডি’র একটি ব্রীজের নির্মাণ কাজ চলছিল। বুধবার বিকেলে কয়েকজন শ্রমিকের সাথে উজ্জল মিয়া মাটি খোঁড়ার কাজ করছিল। কিন্তু আকস্মিকভাবে পাশ থেকে মাটি ধসে গেলে সেই মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক উজ্জল মিয়া মারা যায়। নিহতের বাবা বাচ্চু মিয়া জানান, কিছুদিন আগে উজ্জল বিয়ে করেছে।

শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।