গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলা এলাকায় আধিপত্য বিস্তারেকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় মান্দারতলা এলাকার বেশ কয়েকটি দোকানঘর ভাংচুর হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা ও পৌর কমিশনার সোহেল এবং বোড়াশী ইউপি চেয়ারম্যানের ভাই তুষারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের লাঠির আঘাতে দৈনিক সংবাদ প্রতিদিনের গোপালগঞ্জ প্রতিনিধি আনিচসুর রহমান কাজল ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠি চার্জে আহত হয়। বেলা ৪ টার দিকে পুলিশ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক সেলিম রেজা জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।