বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলছে অবৈধ হাউজি ও লটারি

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অবাধে চলছে অবৈধ হাউজি ও লটারি। এসব হাউজি ও লটারির প্রচার চলছে স্থানীয় বেসরকারি কেবল প্রতিষ্ঠানের চ্যানেলে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা এসব কাজে যুক্ত বলে মেলা পরিচালনা কমিটি অভিযোগ করেছে।

স্থানীয়রা জানায়, দেশ-বিদেশের ১০০টি স্টল নিয়ে ১৫ এপ্রিল থেকে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। পরদিন থেকে মেলায় অবৈধ যাত্রা ও হাউজি এবং ১৭ এপ্রিল থেকে শুরু হয় লটারি বিক্রির কার্যক্রম। আর এ লটারি বিক্রিকে জনপ্রিয় করতে ওই দিন রাত থেকে এর প্রচার শুরু করে বরিশালের বেসরকারি তিনটি কেবল নেটওয়ার্ক স্কাই ভিশন, বিডিসিএন ও বিটিসিএলএ। চলে প্রচার কার্যক্রম। প্রচার হচ্ছে হাউজি খেলার দৃশ্যও।

এ প্রসঙ্গে জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, মেলায় বেচাকেনা ও স্টলগুলোই শুধু নিয়ন্ত্রণ করি। ক্ষমতাসীন দলের নেতারা যাত্রা, হাউজি ও জুয়ার বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে। এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

নাম প্রকাশ না করার শর্তে চেম্বার অব কমার্সের এক পরিচালক জানান, মেলায় হাউজি ও লটারি বিক্রির কাজ পরিচালনা করছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও চেম্বারের আরেক পরিচালক এ টি এম শহিদুল্লাহ কবির। এর সঙ্গে মেলা কমিটির কোনো যোগসূত্র নেই।

লটারি ও হাউজির প্রচার বিষয়ে বরিশাল কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি শিবু দাস বলেন, এগুলো বিজ্ঞাপন হিসেবে প্রকাশ করা হচ্ছে। যদিও এর আইনগত বৈধতা আছে কি না, তা তিনি বলতে পারেননি।

বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, বাণিজ্য মেলার কোনো বিষয়ে আমাদের হস্তক্ষেপ নেই। মেলা কর্তৃপক্ষ বাণিজ্য মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে মেলা পরিচালনা করছে। তিনি বলেন, লটারি ও জুয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এসব ধারাবাহিকভাবে প্রচার করা আইনত দ-নীয় অপরাধ। যেহেতু বিষয়টি পুলিশ প্রশাসনের এখতিয়ারে রয়েছে, তাই এ ব্যাপারে তারাই ব্যবস্থা নিতে পারবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শৈবাল কান্তি চৌধুরী বলেন, মেলায় চলা হাউজি, যাত্রা ও লটারি বন্ধের জন্য আমরা মেলা কর্তৃপক্ষকে বলেছি। তারা দুই-এক দিনের মধ্যে এগুলো বন্ধ করে দেবে বলে জানিয়েছে।