দিনাজপুর থেকে রতন সিং: অবশেষে ৬ দিন পর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টরের মামলা রেকর্ডভুক্ত করা হলো। হাবিপ্রবি’র ছাত্রলীগের ২টি গ্রুপের সংঘর্ষে ২ ছাত্র নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের জন্য ৭ কার্যদিবস সময় বাড়িয়েছেন।
১৬ এপ্রিল হাবিপ্রবিতে ছাত্রলীগের ২ গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন ছাত্র নিহত হন। সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে ২ কার্যদিবসে লিখিত প্রতিবেদন দাখিলের সময় বেধে দেওয়া হলেও তদন্ত কমিটি আরো ৭ কার্যদিবস সময় বাড়িয়ে নিয়েছেন। তদন্ত কমিটির সদস্য সচিব ছাত্র পরামর্শ বিভাগের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন খান জানান, আগামী বুধবারের মধ্যে কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
এদিকে ১৬ এপ্রিলের সংঘর্ষের ঘটনায় প্রক্টর অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম ১৭ এপ্রিল মামলার জন্য দিনাজপুর কোতয়ালী থানায় যে এজাহার দাখিল করেন তা ৬ দিন পর বুধবার রাতে রেকর্ড করা হয়। মামলা নং ৪২। মামলায় হাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল ও সাধারণ সম্পাদক অরুন কান্তি রায়সহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করা হয়েছে। এসআই মোস্তাফিজুর রহমানকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
সংঘর্ষে নিহত ছাত্রলীগের সহ-সম্পাদক মাহমুদুল হাসান মিল্টনের চাচা মোকসেদুর রহমান ২১ এপ্রিল দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হাসানের আদালতে মামলা দায়ের করেছেন। এই মামলায় উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবসহ ৪২ জনকে আসামি করা হয়েছে। বিজ্ঞ আদালত কোতয়ালী থানার ওসিকে এজাহারের বিবরণ তদন্ত করে ৬ মে’র মধ্যে আদালতে লিখিত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শহর ছাত্রলীগ প্রেসক্লাবের সামনে হাবিপ্রবি’র চিহ্নিত সন্ত্রাসী বহিস্কৃত ছাত্র রিয়েল-অরুনকে আড়াল করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান চঞ্চল, হারুন-উর-রশিদ রায়হান, নজরুল ইসলাম জুয়েল, সাদেকুল রহমান বিপ্লব।