কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পৌর শহরের পাঞ্জুপাড়া এলাকায় শুক্রবার সকালে আকস্মিক বজ্রপাতে দুই শিশুসহ ছয়জন আহত হয়েছে। আহতরা হলেন- ফাহাদ (৫), রিপতি (৩), শাহীনুর (৩০), সোনিয়া (২৮), কুলসুম (২০) ও আজিমুন(৪০)। এদের কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেীয়া হয়েছে।
আহত কুলসুম জানান, হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দৌড়ে ঘরে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে তারা আহত হন। বজ্রপাতে আজিমুনের পা’সহ প্রত্যেকেরই শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।
কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান জানান, আহতরা সবাই আশংকামুক্ত। উন্নত চিকিৎসার জন্য আজিমুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।