খুলনায় বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

খুলনা থেকে সোহরাব হোসেন: খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক হত্যাসহ ৭ মামলার আসামি সোহেল রানা (২৫) নিহত হয়েছেন। তিনি যশোরের অভয়নগর থানার রানাগাতি গ্রামের ওহাব আলী সরদারের ছেলে। সোহেলে রানা অভয়নগর থানার ৪০নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার যুগ্নীপাশা তেলী পুকুর পাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ৬টি বোমা ও একটি অত্যাধুনিক সিক্স শুটার গান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হন।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, রাত ৯টার দিকে ১টি সার্টার গানসহ পয়গ্রাম কসবা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে ফুলতলা থানা পুলিশ। এরপর তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার যুগ্নীপাশা তেলী পুকুর এলাকায় যায় পুলিশ। কিন্তু সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সোহেলের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেলের বিরুদ্ধে ফুলতলা ও অভয়নগর থানায় ৩টি হত্যাসহ ৭টি মামলা রয়েছে।