মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে নদী থেকে শুক্রবার সাড়ে ৬ বছরের শিশু শাহাদাত হোসেনের লাশ উদ্ধার করে বিজিবি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ভারতীয় বিএসএফের নিকট হস্তান্তর করা হয়।
ফুলতলা বিজিবি ক্যাম্প সুত্র জানায়, ফুলতলা ইউনিয়নের কোনাবাড়ী জামে মসজিদের কাছে জুড়ী নদীতে ভারতীয় সীমান্ত পিলার ১৮১৯ এর কাছে ভাসমান অবস্থায় শাহাদাত হোসেনের লাশ পাওয়া যায়। বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করে ভারতীয় বিএসএফকে খবর দেয়। সকাল ১১টায় বিজিবি নিহত শিশুর লাশটি ভারতীয় বিএসএফের নিকট হস্তান্তর করে।
নিহত শিশু শাহাদাত উত্তর ত্রিপুরা জেলার কদমতলী থানার ৪০জুন গ্রামের আব্দুস সোবহানের ছেলে। সে গত ২০ এপ্রিল সীমান্তবর্তী ভারতীয় এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে যায়।
ফুলতলা বিজিবি ক্যাম্প কামান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।