ঝিনাইদহে ৩ জামায়াতকর্মীসহ আটক ২৫

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: নাশকতার আশঙ্কায় তিন জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন আশঙ্কায় শহরের কাঞ্চননগর এলাকার নুর আলী জোয়ার্দ্দারের ছেলে নাহিদ হাসান (২৬), হরিণাকু-ু উপজেলার জোড়াদহ গ্রামের মৃত ইফসুফ আলীর ছেলে মনছের আলী (৫০) ও একই উপজেলার ভায়না গ্রামের মাসুদ হোসেনের ছেলে আনিছুর রহমানকে (২৫) গ্রেফতার করা হয়। তিন জনই  জামায়াত কর্মী।

এছাড়া বিভিন্ন মামলায় ৬টি উপজেলা থেকে আরও ২২ জনকে গ্রফতার করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।