দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, শনিবার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি সড়কের হক অটোরাইস মিলের সামনের সড়কে একটি মাল বোঝাই ট্রাক একটি অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোর চালক সুধীন চন্দ্র রায় (৫৫) নিহত হন। তার বাড়ি পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর কুমারপাড়া গ্রামে। আহত ৪ যাত্রী রিয়াজুল (৪৫), হাবিবুর রহমান (৩০), আব্দুর রহমান (৩৫) ও সাখাওয়াত হোসেনকে (৩২) পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত রিয়াজুলের অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।