রংপুরে ৪ লাখ ৬৮ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর জেলায় ৬মাস থেকে ৫৯মাস বয়সী ৪ লাখ ৬৮ হাজার ৬শ ৭৫জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার সকাল ১০টায়  রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল মুখে তুলে দিয়ে সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু করেন।

RANGPUR CITY MAYOR VITAMIN A+ 25. PHOTO 01 ==04.2015
সিটি মেয়র এক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল মুখে তুলে দিয়ে সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু করেন

এদিকে সকাল ৯টায় রংপুর সদর উপজেলার হদিবপুর ইউনিয়নের গোকুলপুর কমিউনিটি কেন্দ্রে শিশুকে ক্যাপসুল খাইয়ে জেলার সিভিল সার্জন ডা: মোজাম্মেল হোসেন এর উদ্ধোধন করেন। এ সময় তিনি বলেন, রংপুর সিটি এলাকাসহ জেলার ৮ উপজেলায় ৬ থেকে ১১মাস বয়সী ৫৭ হাজার ৯শ ৭৯জন শিশুকে ১টি নীল রংয়ের ট্যাবলেট এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ১০হাজার ৬শ ৯৬জন শিশুকে ১টি করে লাল রংয়ের ট্যাবলেট খাওয়ানো হবে। আর এই কাজে ৮হাজার ৪শ ১৩জন স্বাস্থ্যকর্মী ২হাজার ২শ ৬৮টি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।