শেরপুরের নালিতাবাড়ীতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের নালিতাবাড়ীতে অর্ধগলিত অবস্থায় আক্তারা বেগম (৪৫) নামে তিন সন্তানের জননী এক শারীরিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও গ্রামের আমিরুলের বাড়ির একটি খড়ের গাদার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আক্তারা ওই গ্রামের বাক-প্রতিবন্ধী আব্দুল জলিলের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ হয় আক্তারা বেগম। এলাকাবাসী শনিবার দুপুরে পোড়াগাও গ্রামের আমিরুলের বাড়ির একটি খড়ের গাদার নিচ থেকে অর্ধগলিত একটি লাশ কুকুরে টেনে বের করতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় পরনের কাপড় দেখে আত্মীয়স্বজনরা আক্তারার লাশ শনাক্ত করে।

নিহতের মা ছাহেরা বেগম অভিযোগ করে বলেন, স্বামী-স্ত্রী মাঝে মাঝে ঝগড়া লাগতো। তারই জের ধরে স্বামীই আক্তারাকে মেরে খড়ের গাদার নিচে লুকিয়ে রেখেছে।

তবে নালিতাবাড়ী থানার ওসি এ কে এম আমিনুল হক জানান, শারীরিক প্রতিবন্ধি আক্তারা বেগমের কীভাবে মৃত্যু হয়েছে সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। শিয়াল-কুকুরে কামড়ানোর ফলে ও পচে যাওয়ায় লাশের গায়ে কোনও চিহ্ন দেখা যায়নি। স্থানীয়দের নিকট থেকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে উদঘাটন করা হবে।