শেরপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, গ্রেফতার ১১

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের পুলিশকে মারধর করে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী নূরন্নবী মিয়া (৩২) ও স্ত্রী কালুনি বেগমকে (২৫)  ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। সে বেততলী গ্রামের হবিবর রহমানের ছেলে। ২৫ এপ্রিল  শনিবার ভোরে সদর উপজেলার বেলতলী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদনসহ পুলিশ বিচারিক আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বেশ কয়েকটি মাদক মামলার আসামি নূরন্নবী ও তার স্ত্রী কালুনিকে বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে সদর থানার পুলিশ। স্থানীয় বেলতলী বাজারে নিয়ে আসার পর নূরন্নবীর সহযোগী ২৫-৩০ জন নারী ও পুরুষ দেশীয় ধারালো অস্ত্র-নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করে আসামিদের ছিনিয়ে নেয়।

পরে খবর পেয়ে শেরপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং বেলতলী গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই গ্রামের নিজাম উদ্দিন (৩৫) লোকমান হোসেন (২৪) শাকিল মিয়া (২২) রুবেল হোসেন (২২) আব্দুর রাজ্জাক (২৫) আল মাহমুদ (৪০) হান্নান মিয়া (২৮) মাইনুল ইসলাম (২৫) আঞ্জুআরা বেগম (২৫) সোহাগ মিয়া (২৫) ও মঞ্জুরুল হককে (২৮) গ্রেফতার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক মো. মনিরুল আলম ভুঁইয়া বলেন, এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে তাদের কারাগারে পাঠিয়েছে।