ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: উচ্চ শিক্ষা সম্প্রসারণ ও ঝড়ে পড়া রোধে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের অধীনে রবিবার ঈশ্বরদীতে স্নাতক শ্রেণি পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। ঈশ্বরদী মহিলা কলেজে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস।
প্রভাষক ইসমাইল হোনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ ও সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। এ সময় ঈশ্বরদীতে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৩ জন ছাত্র-ছাত্রীকে চার হাজার নয় শত টাকা করে বার্ষিক বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির জন্য নির্বাচিতদের প্রায় ৮০ ভাগই ছাত্রী বলে জানা গেছে।