নববর্ষে যৌন নিপীড়নকারীদের শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধনে

শেরপুর থেকে হাকিম বাবুল: বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে নারীদের উপর বর্বরোচিত হামলা ও যৌন নিপীড়নের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করলেন শেরপুর মহিলা পরিষদের নেতৃবৃন্দ। ২৫ এপ্রিল শনিবার নিউমার্কেট প্রথম গেটে এক মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
Sherpur Pic-2-1
জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাসের সঞ্চালনায় মানববন্ধনে সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আমজাদ হোসেন, শিক্ষাবিদ ড. সুধাময় দাস, প্রদীপ চক্রবর্তী, মানবাধিকার নেতা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, আঞ্জুমান আরা যুথী প্রমুখ বক্তব্য রাখেন।