রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরে রুপালী ব্যাংক ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরী বলেছেন, এখন ব্যাংকিং ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। ব্যবস্থাপকদের ব্যাংকে বসে বসে কার্যক্রম পরিচালনা করলে চলবে না, গ্রাহকদের কাছে যেতে হবে। দেশে এখন অনেক ভালো ভালো উদ্যোক্তা তৈরি হয়েছে, তাদের কাজে লাগাতে হবে।
রোববার সকাল ১০টায় স্থানীয় পর্যটন মোটেলে রংপুর বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুপালি ব্যাংক রংপুর বিভাগের মহাব্যবস্থাপক কাইসুল হকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন, দিনাজপুরের ডিজিএম জাহাঙ্গির রহমান আকন্দ, রংপুরের ডিজিএম এসএম বোরহান উদ্দিন, ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজির আলী বাদল, কর্মচারি ইউনিয়নের সম্পাদক শহিদুল ইসলাম। সম্মেলনে রংপুর বিভাগের ৪২জন শাখা ব্যবস্থাপকসহ মোট ৬০জন ব্যাংক কর্মকর্তা অংশ নেন ।