ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী-পাবনা মহাসড়কের গাছপাড়া বাইপাসে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালুপাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে বিপ্লব (৪০) এবং সাঁথিয়া উপজেলার চমরপুর গ্রামের আনসার আলীর ছেলে লিটন হোসেন (৩৫)।
রবিবার বিকেল ৫ টার দিকে পাবনা থানার অফিসার ইনচার্জ আহসানুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস হতে ইয়াবা উদ্ধার করে। এ সময় বাস চালক বিপ্লব ও সুপারভাইজার লিটন হোসেনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।