শেরপুর থেকে হাকিম বাবুল: শনিবারের দু’দফা ভুমিকম্পের রেশ কাটতে না কাটতেই ২৬ এপ্রিল রবিবার দুপুরে আবারো শেরপুর কেঁপে ওঠে ভূমিকম্পে। দুপুর ১ টা ১১ মিনিটের সময় প্রায় ৩২ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে শেরপুর সদর উপজেলার বেতমারী গ্রামে একজন নিহত ও নালিতাবাড়ীতে দুইজন আহত হয়েছে। নিহত হায়দার আলী ওরফে নান্টু (৭২) বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের মৃত আব্দুল খালেকের ছেলে।
বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক জানান, আবারো ভূমিকম্প হচ্ছে এমনটা শুনে নিজ ঘর থেকে দৌড়ে বের হতে গিয়ে পড়ে যায়। এতে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ইউপি চেয়ারম্যান বলেন, তিনি বেতমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও তিন সন্তানের জনক।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবীবুর রহমান হাবীব বলেন, রবিবারের ভূমিকম্পের সময় ঘর থেকে বের হতে গিয়ে আতঙ্কে হার্ট অ্যাটাকে বেতমারী গ্রামে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, ভূমিকম্প শুরু হওয়ার সময় নালিতাবাড়ী শহরের গরকান্দা মহিলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী এলিনা বেগম দৌড়ে বের হওয়ার সময় এবং হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহান পারভিন দোতালা থেকে দৌড়ে নামার সময় উল্টে পড়ে আহত হন। তাদেরকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। সকলেই বাসাবাড়ি, অফিস কক্ষ, ব্যবসা-প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নিরাপদ স্থানে নেমে আসে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাশ ছেড়ে বাইরে খোলা জায়গায় চলে আসে। এ সময় কোমলমতি শিশু শিক্ষার্থীরা ভয়ে কেঁপে উঠে এবং অনেকেই কান্না শুরু করে। খাল-বিল-পুকুরের পানিতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।