দিনাজপুরে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলীতে যাত্রীবাহি বাস দুর্ঘটনায় একজন নিহত এবং ৩০ জন বাসযাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রংপুর থেকে আশির্বাদ পরিবহন নামে যাত্রীবাহী বাস দিনাজপুর আসার পথে রবিবার বেলা ১১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলীতে বাসের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী সাবিনার (৪৫) মৃত্যু হয়।

আহত অপর ১৪ জনকে ভর্তি করা হয়েছে। এরা হলেন নুর নাহার সুমী (২২), সরিফুল ইসলাম (২২), তৃপ্তি রানী (২৩), ভবেন্দ্র নাথ (৩০), সাইফৃুল ইসলাম (২৭), হিমু অধিকারী (২), সবুর অধিকারী (২৮), শিরিন আকতার (২৩),  সাইফুল ইসলাম (২৫), হাবিবুর রহমান (১৮), নুরবানু (৩০), শরাফ আলী (২৭), জিয়াসমিন (২২), আনিসার রহমান (২৬)। অপর ১৬ জন বাস যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে।