পর্যবেক্ষককে লাঞ্ছিত করায় বরিশালে শিক্ষকদের মানববন্ধন

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ভান্ডারিয়া সরকারী কলেজে দ্বায়িত্বরত পর্যবেক্ষককে ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের লাঞ্ছিত করার প্রতিবাদে নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় পূর্ণদিবস কর্মবিরতী ও মানববন্ধন করেছেন সরকারী কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীরা।
Barisal Photo=02
বরিবার সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতী পালন ও দুপুরে নগরীর সদররোডসহ স্ব-স্ব উপজেলায় মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসারের বিচারের দাবি করেন। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুশিয়ারী দেন।