বরিশালে পাঁচ ডাকাত আটক

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশালের গুঠিয়া থেকে ট্রাক ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে আটক করেছে উজিরপুর থানার পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। ডাকাতদের স্বীকারোক্তি অনুয়ায়ী রবিবার সকাল ৯ টায় রাজবাড়ির গোয়ালন্দ বাজার থেকে ট্রাকসহ এক ডাকাতকে আটক করা হয়।

উজিরপুর থানার ওসি মো. নূরুল ইসলাম পিপিএম জানান, উপজেলার গুঠিয়া থেকে একটি ট্রাক (বরিশাল ল-১১-০০৮৪) ২৪ এপ্রিল রাত ১২ টার দিকে ডাকাতের কবলে পড়ে। এ ঘটনায় উজিরপুর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে আব্দুল্লাহ (১৭), মো. স্বপন (১৮), মো. মিলন (১৯) ও মো. রুবেলকে (১৯) গুঠিয়া থেকে আটক করে পুলিশ। এদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল ৯টায় রাজবাড়ি জেলার গোয়ালন্দ বাজার থেকে ডাকাতি হওয়া ট্রাকসহ মো. হাসান মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়। হাসান মিয়া ওই এলাকার ইয়াকুব আলরি ছেলে।