রংপুর থেকে জয়নাল আবেদীন: নেপালে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে ধংসস্তুপে পরিণত হয়েছে পুরো কাঠমুন্ডসহ বিভিন্ন শহর। মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় রংপুরে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যায়নরত প্রায় ৬শ শিক্ষার্থী নিহতদের স্মরণে সোমবার দুপুরে রংপুর নগরীতে শোক র্যালি বের করেছে। তারা নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে ক্ষতিগ্রস্ত নেপালী নাগরিকদের সাহাযার্থে খাদ্য ওষুধ কিংবা অর্থ দিয়ে সাহায্য করার জন্য বাংলাদেশের সকল বিবেকবান মানুষের কাছে আবেদন জানান।
এর আগে রংপুর মেডিকেল কলেজ থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নোপালে ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে নেপালী শিক্ষার্থীরা বাংলাদেশের সকল বিবেকবান মানুষের কাছে ক্ষতিগ্রস্ত নেপালী জনগণের সাহায্যের জন্য খাদ্য ওষুধ, তাঁবু অর্থসহ বিভিন্ন সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানান।
তারা বলেন, নেপাল এখন ধংসস্তুপে পরিণত হয়েছে। এখনো বহু মানুষ বিভিন্ন ধংসস্তুপে চাপা পড়ে আছে তাদের উদ্ধার এবং গৃহহারাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। বক্তব্য রাখেন নেপালী মেডিকেল শিক্ষার্থী অবিনাশ রায়, প্রবিন, সুস্পিতা অধীকারী এবং অনমিতা রায়।