শেরপুর থেকে রেজাউল করিম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে সুগরু মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুর ১ টার দিকে শ্রীবরদী ভায়াডাঙ্গা সড়কের ঠাকুর বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতরা হলেন কাচফুলি বেগম (৩৫) ও তার স্বামী আল-আমিন (৪২)। তারা উপজেলার রানীসিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা পুরানপাড়া গ্রামের বাসিন্দা।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজিচালিত অটোারিক্সা করে শ্রীবরদী বাজার থেকে যাত্রীরা ভায়াডাঙ্গা যাওয়ার পথে ঠাকুরবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুগরু মিয়ার মৃত্যু হয়। সে সিংগাবরুনা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বলে ওসি জানান। তার লাশ উদ্ধার করে শ্রীবরদী থানায় নেওয়া হয়েছে।