দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষে দুই ছাত্র নিহতের ঘটনায় প্রকৃত হত্যাকারী বহিস্কৃত ছাত্র রিয়েল ও অরুনকে রক্ষা করতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবসহ ৪১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মানববন্ধন করেছে।
সোমবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দিনাজপুর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৬ এপ্রিল নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাবিপ্রবির বহিস্কৃত ছাত্র অরুন কান্তি রায় সিটন ও ইফতেখারুল ইসলাম রিয়েলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়। তাদের হামলায় বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নিহত ও অনেকে আহত হয়। এ ঘটনায় ২ ছাত্র হত্যাকারী অরুন ও রিয়েলকে বাঁচাতে নিহত ছাত্র মিল্টনের চাচা মাহবুবকে বাদী করে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অথচ এই মামলা পূর্বেই হাবিপ্রবি’র প্রক্টর অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম বাদী হয়ে প্রকৃত অপরাধী বহিস্কৃত ছাত্র নেতা রিয়েল ও অরুনসহ ২৯ জন এবং কোতয়ালীর এসআই আসম নুর বাদী হয়ে ৬০ জনকে আসামি করে পৃথক ২টি মামলা কোতয়ালী থানায় দায়ের করা হয়েছে। মামলা দুটি তদন্তাধীন রয়েছে। একটি মহল বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং দিনাজপুর হাবিপ্রবি’র শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে এ ধরনের মিথ্যা মামলা আদালতে দায়ের করে সংবাদ কাভারেজের চেষ্টায় লিপ্ত রয়েছে। জেলার শান্তিপ্রিয় মানুষ তাদের এসব অপচেষ্টা প্রতিহত করবেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েল প্রমুখ।