খুলনা টেস্টে দিনশেষে বাংলাদেশ ২৩৬/৪, দিনের শেষ বলে আউট মুমিনুল

খুলনা থেকে সোহরাব হোসেন: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান করেছে বাংলাদেশ। দিনের শেষ বলে বাংলাদেশের জন্য হতাশা বয়ে এনেছে মুমিনুল হকের উইকেটটি। দিনভর পাকিস্তানি বোলারদের হতাশ করা মুমিনুল ব্যক্তিগত ৮০ রানে জুলফিকার বাবরের স্পিনে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন। তখন দিনের বল বাকি ছিল একটি। অর্থৎ একটি বল বাকি থাকতেই মুমিনুলের ইনিংস থেমে যায়। যে কিনা সারা দিন পাকিস্তানিদের অশান্তিতে রেখেছিল।

এর আগে দুই ওপেনার তামিম ইকবাল (২৫ রান) ও ইমরুল কায়েস (৫১) এবং টু ডাউনে নামা মাহমুদউল্লাহ রিয়াদের (৪৯) উইকেট হারিয়েছিল বাংলাদেশ।

সকালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ধীরে স্থিরভাবে শুরু করেছিলেন ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু ২৭ ওভারে জুটি ভেঙে দেন ইয়াসির শাহ। তার বলে ক্যাচ আউট হয়েছেন তামিম (২৪)। এরপর ইমরুলের সঙ্গে জুটি বাধেন মুমিনুল। ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরির দেখা পাওয়ার পর পরই আউট হয়েছেন ইমরুল। বাংলাদেশের দলীয় সংগ্রহ তখন ৯২ রান।

এরপর মুমিনুল-মাহমুদউল্লাহ জুটি দলকে টেনে নিয়েছেন শক্ত হাতেই। দলীয় ১৮৭ রানে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের বলে কট বিহাইন্ড হয়েছেন মাহমুদউল্লাহ। ১ রানের জন্য ক্যারিয়ারের ১২তম হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। অর্থাৎ নার্ভাস ফোরটি নাইনে আউট হন তিনি। দিনের বাকিটা সময় মুমিনুল ও সাকিব আল হাসান দলকে নিরাপদ রাখেন। কিন্তু দিনের শেষ ওবারের পঞ্চম বলে বাবরের স্পিনে বোকা বনে যাওয়া মুমিনুল এলবিডব্লিউর ফাঁদে পড়লে চতুর্থ উইকেটটি হারিয়েছে বাংলাদেশ। সাকিব অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ১৯ রানে।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমর“ল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, তাইজুল ইসলাম, র“বেল হোসেন ও মোহাম্মদ শহীদ।
পাকিস্তান দল: মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলী, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুনায়েদ খান ও জুলফিকার বাবর।