গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রি ধান-২৮ এর বৈশিষ্ট, উৎপাদনশীলতা ও উন্নয়ন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার রসুলপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।
এতে রসুলপুর ইউপি চেয়ারম্যান মইনুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক কুমার পাল। ফিল্ড মনিটর অফিসার কৃষিবিদ সবুজ রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞ ড. আব্দুস সাত্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ।