রংপুর থেকে জয়নাল আবেদীন: “সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার-বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হলো দ্বার ” এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বিভাগীয় নগরী রংপুরে বেলুন ও কবুতর উড়িয়ে, ফিতা কেটে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা, মেলা ,বর্ণাঢ্য র্যালি এবং আইনী সহায়তার উপর সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস।
সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্তরে বেলুন, শান্তির পায়রা কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে দিবসের সূচনা করেন জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ। এরপর বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধনি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা জজ চত্তরে ফিরে আসে। র্যালিতে জেলা প্রশাসক ফরিদ আহামদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক প্রশাসনের কর্মকর্তা, আইনজীবি সমিতির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা অংশ নেয়।