কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ এপ্রিল সোমবার শের-ই-বাংলার জন্মস্থান রাজাপুরের সাতুরিয়া গ্রামে শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউেেটর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম প্রতিষ্ঠিত সাতুরিয়া গ্রামে শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট প্রাঙ্গণে ইনস্টিটিউটের সভাপতি কে এম আবদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মো: শাহ আলম, ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।
শেরে-এ-বাংলার সাথে তার জীবনের স্মৃতিকথা তুলে ধরে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিররুজ্জামান, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাতুরিয়া ইউনিয়নের সমাজসেবক ও রাজনীতিবিদ মো: আ: সোবাহান খান। কাউখালি সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর মো: রুস্তম আলী চাষী, মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নিরব মল্লিক ও নির্বাহি পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ।
৫৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরকে শের-এ-বাংলার আদর্শে উজ্জীবিত করার লক্ষ্যে মহান নেতা শের-এ-বাংলা এ কে ফজলুল হক এর শিক্ষা, রাজনৈতিক ও কর্ম জীবনের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরূষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ১০ জন বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীকে সমিতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার ল্যাপটপ পেয়েছে সাংবাদিক রবিউল হাসান রবিন।