দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্র হত্যা, ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও ক্ষতিসাধনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৩৭ জনকে আসামি করে নিহত ছাত্রের পিতা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন। এই নিয়ে এই ঘটনায় ৪টি মামলা দায়ের করা হলো
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হোসেনের আদালতে নিহত হাবিপ্রবি’র ছাত্র জাকারিয়ার পিতা গোলাম মোস্তফা বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। বিচারক মামলাটি কোতয়ালী থানায় এ সংক্রান্ত দায়েরকৃত অপর ২টি মামলার সাথে সংযুক্ত করে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ প্রদান করেন।
মামলার অভিযোগে প্রকাশ, ১৬ এপ্রিল রাত ৮টায় হাবিপ্রবি’র ক্যাম্পাসে ভেটেরিনারী অনুষদে নবীবরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকারিয়া ও মিল্টনকে হত্যা এবং প্রায় ২০ জনকে আহত করে। এই ঘটনায় নিহত জাকারিয়ার পিতা বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য যে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, কোতয়ালী থানার এসআই আ স ম নুর বাদী হয়ে কোতয়ালী থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়। এই ঘটনায় নিহত মিল্টনের চাচা মাহবুবুর রহমান বাদী হয়ে গত ২২ এপ্রিল আদালতে আরেকটি মামলা দায়ের করেন। এই নিয়ে হত্যা ঘটনায় বিভিন্ন পক্ষের ৪টি মামলা দায়ের করা হলো। মামলাটি বাদী পক্ষে অতিরিক্ত পিপি এ্যাডঃ সাইফুল ইসলাম পরিচালনা করেন।