ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী, পাবনা: ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তার ঈশ্বরদী সফরকে সামনে রেখে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ আজ বুধবার এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।

আজ পাকশী বিভাগীয় ভূসম্পত্তি দপ্তর ঈশ্বরদী শহরের রেলগেট ও বুকিং অফিসসহ কয়েকটি স্থানে প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করে।

বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদের নেতৃত্বে  বিপুল সংখ্যক রেলওয়ে ও সদর থানার পুলিশ, আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নেয়। এ সময় রেলগেটের লেবেল ক্রসিং ও বাজারের রেলওয়ে বুকিং অফিসসহ স্টেশনের আশপাশ দখলমুক্ত করা হয়।

ishwardi railway evacuate
রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান।

একটি সূত্র জানায়, রেলওয়ের একজন বড় কর্মকর্তা ৬ মে পাকশী রেল বিভাগে পরিদর্শনে আসছেন। বড় কর্মকর্তার আগমনকে ঘিরেই উচ্ছেদ তৎপরতা চলছে। তবে অভিযানটি তাদের নিজস্ব কর্মসূচি বলে দাবি করেছেন তিনি।

এর আগেও বহুবার এ ধরনের অভিযান পরিচালিত হলেও বড় কর্মকর্তা পরিদর্শন করে চলে যাওয়ার পর আবার দখলদাররা ওই জায়গাগুলো দখল করে নিয়ে রেলওয়ে ও জনগণের ভোগান্তি বাড়ায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ জানান, এটা নিয়মিত অভিযানের অংশ হিসেবে উচ্ছেদ শুরু হয়েছে, ৪ মে পর্যন্ত অভিযান চলবে। তিনি বলেন, রেলগেট এলাকায় অবৈধ দোকানঘর থাকার কারণে গেটম্যানের ঘর থেকে সিগন্যাল এবং গাড়ি দেখা যায় না। এতে সমস্যার সৃষ্টি হয়, তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, রেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আইনশৃংখলা রক্ষায় উচ্ছেদ অভিযানে জিআরপি ও সদর থানার পুলিশ, আনসার ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।