রবিউল হাসান রবিন, পিরোজপুর: পিরোজপুর কাউখালী আমরাজুড়ী ফেরিঘাটে মঙ্গলবার কমিউনিটি পুলিশি নিয়ে এক মতবিনিময় সভা হয়। আমরাজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণলাল গুহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আশরাফ, এএসপি সার্কেল সদর আবদুল কাদের বেগ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির (জেপি) উপজেলা সভাপতি মো. মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সমাজ সেবক আ. লতিফ খসরু প্রমুখ।