মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: হত্যা মামলার রায়ে নেত্রকোনায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। জেলার পূর্বধলা উপজেলার পাবই গ্রামের আবদুল আজিজ খুনের ঘটনায় বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল হামিদ এ রায় দেন।
সাজা পাওয়া আসামিরা হলেন পাবই গ্রামের আব্দুল হামিদ, উজ্জ্বল মিয়া, হেলাল মিয়া, রব্বানী ও রেহেনা বেগম। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
মামলার পাবই গ্রামের আরো তিনজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন রাশিদা বেগম, রওশনারা বেগম ও নাদিয়া বেগম।
২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি দণ্ডিতরা পাবই গ্রামের আজিজকে কুপিয়ে জখম করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী জাহানারা আটজনকে আসামি থানায় মামলা করেন। তদন্তশেষে ২০০৫ সালের ২৬ জুন আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত আটজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।