রেজাউল করিম বকুল, শেরপুর: ঝিনাইগাতীর হালদা গ্রামের একটি ধান ক্ষেত থেকে বুধবার দুপুরে ছালেমা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছালেমf মালিঝিকান্দা গ্রামের মৃত ময়না পাগলার স্ত্রী। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
এলাকাবাসী ও ছালেমার স্বজনরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাপের বাড়ি হালদা গ্রামে থাকতেন। মঙ্গলবার গভীর রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হবার পর তিনি আর ঘরে ফিরে আসেননি।
সকালের দিকে ধান ক্ষেতে তার লাশ দেখতে পায় এলাকার লোকজন। পুলিশ জানায়, লাশে শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।