দু শ’ বোতল ফেনসিডিলসহ শেরপুরে মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, শেরপুর: গারো পাহাড়ের কর্নঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনার সময় ২০০ বোতাল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতের নাম শবদুল ইসলাম (৪০)। শেরপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে শবদুল কর্নঝোড়া এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।