আব্দুল্লাহ আবু এহসান, টাঙ্গাইল: ধনবাড়ীতে বুধবার মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, ব্র্যাক কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, রিপন কুমার শাহা, শ্যামল সরকার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, সুবিধাভোগী আলেয়া বেগম প্রমুখ।
ব্র্যাক মানবাধিকার ও আইন সহয়তা কর্মসূচি এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় মানবাধিকার ও আইন সহয়তা, যৌন নির্যাতন, ভূমি রেজিস্ট্রেশন, নামজারি, খাজনা, এ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিক্ষা প্রচার বিষয়ে আলোচনা হয়।