আতাউর রহমান মিন্টু, গফরগাঁও, ময়মনসিংহ: বিয়ের সম্মতি আদায়ের জন্য প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অনশনরত তরুণীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। তরুণীটির বাড়িঘরে হামলা ও লুটপাট চালায় হামলাকারীরা। এ সময় তরুণীর বৃদ্ধ বাবা ও ভাই আহত হন।
গফরগাঁওয়ের রৌহা গ্রামের মৃত ছালামত আলীর ছেলে ইনছান আলীর (২৪) সঙ্গে প্রতিবেশী এক তরুণীর (১৯) দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক। তরুণীটি অনেকবার প্রেমিককে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু ইনছান আলী নানা অজুহাত দেখিয়ে তাকে বিয়ে করতে পারবে না বলে জানায়।
গত শনিবার সকালে ওই তরুণী ইনছান আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসে। শনিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, আওয়ামী লীগ নেতা দিলীপ ও এলাকার গণ্যামান্যরা এ নিয়ে সালিশ করলেও ঘটনার সমাধান হয়নি। থানা পুলিশও ঘটনাস্থলে যায়, তবে কোনো সুরাহা করতে পারেনি।
বুধবার সকালে প্রেমিক ইনছান আলীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তরুণীটির ওপর হামলা চালিয়ে তাকে রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এ তরুণীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। সন্ত্রাসীদের হামলায় তরুণীর ভাই (৩৫) ও বাবা (৬৮) আহত হন। তরুণী ও তার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।