ভর্তি পরীক্ষার সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চারদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জয়নাল আবেদীন, রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ থেকে ৭ মে পর্যন্ত চারদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে এ চারদিন ছুটি ঘোষণা করা হয়। ১০ মে থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে।