জয়নাল আবেদীন, রংপুর: গত এক দশকে ব্যবধানে বাংলাদেশে সার্বিক দারিদ্র্যের হার কমলেও অতিদরিদ্রদের সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। মোট জনসংখ্যার ১০ দশমিক ৬৪ শতাংশ বা ১ কোটি ৫৭ লাখ মানুষ এখনো অতিদরিদ্র। এসব নিম্নআয়ের মানুষদের স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক প্রয়োজনগুলো পূরণের সক্ষমতা নেই।
আজ বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়েজিত উন্নয়ন ভাবনায় দারিদ্র্য হ্রাস: অতিদরিদ্রদের অংশগ্রহণ ও উত্তরণ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব তথ্য জানান ।
আলোচকরা জানান, গত এক দশকে দারিদ্র্যের হার ১৫ শতাংশ কমেছে। দেশের মোট ২৫ দশমিক ৬ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৮৫ লাখ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে রয়ে গেছে।
সভায় বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন ব্রাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ম্যানেজার রেজভিনা পারভিন।
অতিরিক্ত জেলা প্রশাসক ড. এটিএম মাহবুব উল করিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রংপুর সিভিল সার্জন ডা. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুলতানা পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ , জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুস ছালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা সামসুল আলম, পরিবার পরিকল্পনা দফতরের সহকারী পরিচালক একেএম শাহাদৎ হোসেন, বিআরডিবির উপ-পরিচালক সিরাজুল ইসলাম, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক সোলায়মান আলী, জেলা প্রতিনিধি আবু সাঈদ, সাংবাদিক জয়নাল আবেদীন, উপকারভোগী বাছিরন এবং মনোয়ারা । মতবিনিময় সভায় জেলা সরকারি দফতরের বিভিন্ন বিভাগের প্রধান,সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।