এম. মিরাজ হোসাইন, বরিশাল: আগৈলঝাড়া উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামে পানিতে ডুবে দু বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় অংকন হালদার খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। স্বজনরা অংকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অংকন ওই গ্রামের সুমন্ত হালদারের ছেলে। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অংকন মারা যায়।
এক কেজি গাঁজাসহ দু নারী আটক
বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশের এসআই চিন্ময় মিত্র অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকৃতরা হলেন তাসলী বেগম (৩০) এবং লাবনী আক্তার (৩৪)।
পুলিশ জানায়, কেডিসি কলোনিতে দুজন নারীর কাছের মাদক মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে লাবনীর বাসা থেকে ৬০০ গ্রাম ও তাসলীর বাসা থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগেও গোয়েন্দারা অভিযান চালিয়ে তাদের আটক করলে লাবনী এক পুলিশ সদস্যের হাত কামড়ে হাতকড়াসহ পালিয়ে গিয়েছিল।
কারেন্ট জাল বিক্রির দায়ে আটক ৩
বরিশাল সদর উপজেলার লাহারহাট বাজার থেকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার পরে অভিযান পরিচালিত হয়। আটকৃতরা হলেন- সেলিম হাওলাদার, মাহমুদুল হাসান ও হেলাল উদ্দিন। আটক তিনজনই লাহারহাট বাজারের জাল বিক্রেতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুর রউফ মিয়া অভিযানে নেতৃত্ব দেন । উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হেসেন জানান, আটক তিনজনের দোকান থেকে ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।