কলাপাড়ায় গণধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী): দুই নারীকে স্বামী এবং স্বজনদের সামনে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি মাহাতাবকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী এলাকা থেকে কলাপাড়া থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাহাতাবের নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল সোমবার গভীর রাতে কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের একটি গ্রামে দুটি বসত ঘরে হামলা ও লুটপাট চালায়। এসময় তারা দুই নারীকে ঘরের আড়ার সঙ্গে বেঁধে উপর্যুপরি ধর্ষণ চালায়। ধর্ষণের শিকার নারীদের স্বামী ও স্বজনদের এসময় বেঁধে রেখে মুখে কাপড় গুঁজে দেয় তারা।

এ ঘটনায় মঙ্গলবার মাহাতাবকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরো জানায়, দুই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।