কোটালীপাড়ায় মাঠ দিবস ও বীজ-সার বিতরণ

হায়দার হোসেন, গোপালগঞ্জ: কোটালীপাড়া উপজেলায় ইউএসএআইডির অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার লাখিরপাড় মাঠে আইএফডিসি এ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষক সলমোন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শস্য কর্তন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাস। আলোচনা সভায় আইএফডিসির ফার্ম বিশেষজ্ঞ ড. বদিরুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর আবদুল ওহাব, ফিল্ড মনিটরিং অফিসার মো. মনিরুজ্জামান, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কৃষক স্বপন বিশ্বাস বক্তব্য রাখেন।

OLYMPUS DIGITAL CAMERA
মাঠ দিবসে আলোচনা করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাস।

 

বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কোটালীপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে খরিপ মৌসুমে উচ্চফলনশীল আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ৪০ জন কৃষককে সার ও বীজ তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ উপস্থিত ছিলেন।

OLYMPUS DIGITAL CAMERA
কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।

 

 

র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব জুড়ে সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ ও নিরক্ষরতা দূর করার লক্ষ্যে কোটালীপাড়া উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন ও কোটালিপাড়া এডিপির উদ্যোগে একটি র‌্যালি কমলকুঁড়ি বিদ্যানিকেতন স্কুল থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, কোটালীপাড়া এডিপির শিক্ষা প্রকল্পের ম্যানেজার পিন্টু মন্ডল বক্তব্য রাখেন।

OLYMPUS DIGITAL CAMERA
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে র‍্যালি।