খুলনা টেস্ট: হাফিজের প্রথম ডাবলে চালকের আসনে পাকিস্তান

উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে খুলনা টেস্টে বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে ৫৩৭ রান তুলে বাংলাদেশের চেয়ে ২০৫ রানে এগিয়ে রয়েছে। অপরাজিত থেকে দিন শেষ করেছেন সরফরাজ আহমেদ ও আসাদ শফিক, দুজনেই ৫১ রান করে করেছেন।

CRICKET-BAN-PAK
ডাবল সেঞ্চুরির পর হাফিজের উদযাপন।

চল্লিশ টেস্টের ক্যারিয়ারে এর আগেও মোহাম্মদ হাফিজ দুবার ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে অল্পের জন্য এ মাইলফলক ছুঁতে পারেননি। ২০১২ সালে শ্রীলংকার বিরুদ্ধে ১৯৬ রানে এবং গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৭ রানে উইকেট খোয়ান তিনি। ফলে এই অলরাউন্ডারের ডাবল সেঞ্চুরির স্বপ্ন অধরাই থেকে যায়। খুলনা টেস্টে ১৯০-এর ঘরে এসে অতি সংযত ব্যাট করে দু শ’ রান তুলে নেন তিনি। ২৮৬ বল খেলে এ রান তোলেন তিনি। শেষ পর্যন্ত ২৩ চার ও তিন ছয়ে ২২৪ রান তুলে শুভাগতর বলে আউট হন হাফিজ। এর আগে আজহার আলীর সঙ্গে ২২৭ রানের জুটি, ইউনিস খানের সঙ্গে ৬২ ও অধিনায়ক মিসবাহর সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন।

এক উইকেটে ২২৭ রান নিয়ে পাকিস্তান তৃতীয় দিনের খেলা শুরু করে। আজহার আলী ৮৩, ইউনিস খান ৩৩ ও মিসবাহ ৫৯ রান করেন। দিনের চারটি উইকেটের মধ্যে তাইজুল ইসলাম দুটি এবং শুভাগত হোম দুটি উইকেট নেন। তাইজুল গতকালও একটি উইকেট নেন।

অসাধারণ শুরু করেও মিডল অর্ডারের বিপর্যয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে।

সূত্র: ক্রিক ইনফো