মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামে ধান কাটা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে এক নারীসহ চারজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরো ছয়জন আহত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে বাহাদিয়া বিলে এ সংঘর্ষ ঘটে।
গুলিবিদ্ধ চারজনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনকে পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন, আবদুর রশিদের স্ত্রী রোকেয়া খাতুন (৫০), ভাতিজা আলমগীর (১৮), জাহাঙ্গীর (২২) ও শহীদ মিয়া (৪০)। এদের মধ্যে প্রথম তিনজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বাহাদিয়া বিলের ২৪ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আবদুর রশিদ ও একই এলাকার মনির উদ্দিন ভূঁইয়ার বিরোধ চলছিল। আবদুর রশিদ বংশানুক্রমে জমিটি ভোগ করে আসছেন। এ মৌসুমেও তারা জমিতে ধান চাষ করেন। তবে মনির উদ্দিন ভূঁইয়াও দীর্ঘদিন ধরে এ জমির মালিকানা দাবি করে আসছেন। এ নিয়ে আদালতে মামলাও আছে।
আজ মনির উদ্দিন ভূঁইয়া শতাধিক লোক নিয়ে জমিতে ধান কাটতে গেলে আবদুর রশিদের লোকজন বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাঁধলে মনির উদ্দিনের দিক থেকে প্রতিপক্ষের লোকজনের ওপর লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি চালানো হয় এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন।
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।