রাজশাহী: পবা উপজেলায় মলদ্বারে লুকিয়ে হেরোইন পাচারের সময় মামুন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পবার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মুরারিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মামুন নাটোর জেলার সিংড়া উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত আদেশ আলীর ছেলে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার গহমাবোনা বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহজনক মাদক ব্যবসায়ী মামুনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামুন মলদ্বারের ভেতর হেরোইন আছে বলে পুলিশকে জানায়। পরে সে মলদ্বারে পলিথিনে রাখা ২০ গ্রাম হেরোইন বের করে দেয়। মামুনকে বুধবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।