রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর পবা উপজেলার বায়ায় স্থানীয় সাংসদকে প্রধান অতিথি না করায় পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সমাবেশ ডাকা হয়। ফলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সমঝোতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, শুক্রবার সকালে মে দিবস উপলক্ষে বায়া বাজার এলাকায় শ্রমিক সমাবেশের আয়োজন করে জেলা শ্রমিক লীগ। তাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আছে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি হিসাবে তার ও স্থানীয় সাংসদ আয়েন উদ্দিনের। কিন্তু সন্ধ্যায় একই জায়গায় পাল্টা সমাবেশের ডাক দেন সাংসদ আয়েন উদ্দিন। আয়েন উদ্দিনকে প্রধান অতিথি না করায় পাল্টা সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শ্রমিক লীগের সমাবেশের স্থানে পবা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পাল্টা সমাবেশ ডাকা হয়েছে। তারা দুইপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন। না হলে সেখানে ১৪৪ ধারা জারি করা হবে।
এ ব্যাপারে জানতে সাংসদ আয়েন উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।