বর্ণাঢ্য র‌্যালি আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে রংপুরে মহান মে দিবস পালন

রংপুর থেকে জয়নাল আবেদীন: “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদেশের মত বিভাগীয় নগরী রংপুরে মহান মে দিবস পালিত হয়েছে।  জেলা প্রশাসন এবং রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউন হলে  আলোচনা সভার আয়োজন করে।
zainal rangpur may
সেখানে বক্তব্য দেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী শ্রম পরিচালক মোহাম্মদ আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, মহানগর আওয়ামী লীগের সম্পাদক তুষার কান্তি মন্ডল জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুছ ছালাম, বিদ্যুৎ শ্রমিকলীগের সম্পাদক মুক্তিযোদ্ধা  ইনছান আলী।  এদিকে জেলার অন্যান্য শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ কার্যালয়ে পৃথক পৃথক মে দিবসের কর্মসূচি পালন করছে