গফরগাঁওয়ে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামে পানিতে ডুবে সাত বছর বয়সী দুই শিশুর মারা গেছে। নিহতরা হলো আজিজুল হকের ছেলে মোস্তাকিম রহমান রাহাদ ও রফিকুল ইসলামের ছেলে আকাশ। তারা দুজনেই পাঁচুয়া বেগম রাবেয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের একটি পুকুরে আম ভাসতে দেখে রাহাদ ও আকাশ আম তুলতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। সহপাঠীদের চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।