হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক গাফফার হাওলাদার (৩০) মারা গেছেন। দুর্ঘটনায় নারীসহ অন্তত ৩৯ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার মালেঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক গাফফার হাওলাদারের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। মারাত্মক আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।
মারাত্মক আহত ৩১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের প্রায় সাড়ে তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
গোপালগঞ্জ সদরের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু নাঈম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভোলা থেকে ফকিরহাটগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ট্রাকে থাকা শ্রমিক ও বাসযাত্রীসহ ৪০ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মুকসুদপুরে ইউপি সদস্যের আত্মহত্যা
মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে দিগনগর ইউনিয়ন পরিষদের সদস্য অরবিন্দু মন্ডল (৪২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার গভীর রাতে কোনো এক সময় গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এলাকাবাসীর কাছে খবর পেয়ে শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত অরবিন্দু মন্ডল দিগনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও একই উপজেলার কানুরিয়া গ্রামের ইন্দ্রভূষণ মন্ডলের ছেলে।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, বেশ কয়েক বছর থেকে ধার-দেনায় জর্জরিত ছিলেন অরবিন্দু মন্ডল। এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার কলহ লেগে থাকত। এজন্য তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।