পার্বতীপুরে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

রতন সিং, দিনাজপুর: পার্বতীপুরে মসজিদের জমি নিয়ে দু পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শুকদেবপুর গ্রামে এ সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতের মোক্কারাম হোসেন (৪০) ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পার্বতীপুর মর্ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, শুকদেবপুর গ্রামে মসজিদের আড়াই শতাংশ জমি নিয়ে গতকাল শুক্রবার জুমা’র নামাজ শেষে মুসল্লিদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এসময় শুকদেবপুর দক্ষিণপাড়ার মোক্কারাম হোসেন (৪০) নিহত হন।

নিহতের পিতা আবদুল আজিজ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ দু আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন একই গ্রামের কাদেরুজ্জামানের স্ত্রী গোলাপী (২৫) ও গোলাপ হোসেনের স্ত্রী রেহেনা পারভীন (২৮)। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হযেছে।