জয়নাল আবেদীন, রংপুর: রংপুর সেনানিবাসের গলফ ক্লাবে চতুর্থ বৈশাখি কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার সকালে ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ আলী তিন দিনের এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।
টুর্নামেন্টের স্পন্সর এম কে ট্রেডার্সের স্বত্বাধিকারী মঞ্জুর আহমেদ আজাদ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৪৩ জন পুরুষ, ছয়জন নারী, ১০ জন জুনিয়র এবং ১২ জন সাব-জুনিয়র গলফার অংশ নিচ্ছেন।