কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীর বালিয়াপুকুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার দুপুর ২টার দিকে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানান। গ্রেফতার অন্যরা হলেন- রাবি শিবিরের কার্য নির্বাহী কমিটির সদস্য শেখ কবির ও আবু সুফিয়ান। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর বালিয়াপুকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় সেখান থেকে জিহাদী বই উদ্ধারসহ শিবির নেতা মামুন, কবির ও সুফিয়ানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সম্প্রতি নগরীতে ঘটে যওয়া বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি।
তিনি আরও জানান, এসব মামলায় গ্রেফতারকৃতরা কারাভোগ করেছেন। কারাগার থেকে বেরিয়ে তারা আবারও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।
অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাজশাহী মহানগরীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন ওলি বাবার মাজার এলাকার রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজশাহী রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন জানান, সকালে এলাকাবাসী লাশটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার শরীরে কালো রঙের ট্রাউজার এবং আকাশী রঙের গেঞ্জি ছিল। গেঞ্জির পকেটে একটি চিরকুট (সুইসাইড নোট) পাওয়া গেছে। তাতে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমাকে যেন মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়।’
ওসি আকবর হোসেন বলেন, যুবকের মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা সম্ভব হবে। এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হবে।